স্টাফ রিপোর্টার, কলকাতা: চলতি শিক্ষাবর্ষে রাজ্যে আরও প্রায় ৭২হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে লিফলেট প্রকাশ করল ‘পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেল৷’ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে এই নিয়োগ করা হবে বলে দাবি জানানো হয়েছে৷ একইসঙ্গে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য মোট ১৫টি সুখবরও শোনানো হয়েছে প্রকাশিত ওই লিফলেটে৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘তৃণমূল শিক্ষা সেলের’র নামে প্রচার করা ওই রিফলেট রাজ্যে শিক্ষক নিয়োগের পাশাপাশি, চলতি শিক্ষাবর্ষ থেকে কর্মজীবনে মেডিক্যাল লিভ নেওয়ার উর্দ্বসীমা (৩৬৫ দিন) তুলে দেওয়ার বিষয়টি শিক্ষা দফতরের বিবেচনায় আছে বলে উল্লেখ করা হয়েছে৷

বর্তমান অর্থবর্ষে রাজ্যে ষষ্ঠ পে কমিশন কার্যকরী হতে চলেছে বলেও সরকারি কর্মীদের আশ্বস্ত করা হয়েছে৷ প্রকাশিত বয়ানে উল্লেখ করা হয়েছে, ‘ষষ্ঠ বেতন কমিশন চালু হলে ১৮ শতাংশের বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ বর্তমান অর্থবর্ষে আরও ১৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে৷ একই সময়ে পার্শ্ব শিক্ষকদের ১০ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷’

একইসঙ্গে রাজ্য সরকার চাইল্ড কেয়ার লিভের জন্য শিক্ষিকাদের ৭৩০ দিন ও শিক্ষকদের ৩০ দিন দেওয়ার ব্যবস্থা করেছে৷ পার্শ্ব শিক্ষকরাও চাইল্ড কেয়ার লিভ পেতে পারেন বলেও লিফলেটে প্রকাশ করা হয়েছে৷ এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকে পারিবারিক ভ্রমণের জন্য LTC-র সুবিধা ও পারিবারিক চিকিৎসার জন্য ESI স্কিমে যাবে যাবে বলেও দাবি করা হয়েছে৷ পাশাপাশি, জেলার ডিআ অফিসগুলিতে ও বিকাশ ভবনে প্রায় চার হাজার এরিয়ার বিল অনুমোদনের অপেক্ষায় বছরের পর বছর পড়ে আছে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সঠিক আইননত ব্যবস্থা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ এছাড়াও পেনশন ভোগীদের জন্য একগুচ্ছ আশ্বাস দেওয়া হয়েছে৷পেনশন ভাতা বৃদ্ধিসহ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে৷

সম্প্রতি, শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিবের ছবিসহ ‘পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেলে’র নাম দিয়ে একটি লিফলেট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ পঞ্চায়েত ভোটের আগে ‘তৃণমূল’ গুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া লিফলেট ঘিরে সরকারি কর্মী ও চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ ‘ভোট আসলেই গল্প রটে’ বলে সরকারি কর্মীদের একাংশ অবশ্য বলতে শুরু করেছে৷ কারণ, মহার্ঘ ভাত ও ষষ্ঠ বেতন কমিশন চালুর বিষয়ে সরকারের উপর ক্ষুব্ধ একশ্রেণির সরকারি কর্মীরা৷ তার উপর চলতি শিক্ষাবর্ষে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতির বিষয়টি নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে৷ বন্ধ SSC-নিয়োগ চালু না করে কীভাবে স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যায়, তা নিয়েও উঠছে প্রশ্ন৷

তবে, যে লিফলেট নিয়ে এত বিতর্ক, সেই লিফলেটটি আদৌও শাসকদলের তরফে প্রকাশ করা হয়েছে কি না, সে বিষয়ে কিছুই জানা যায়ননি৷ এবিষয়ে তৃণমূল শিক্ষা সেলের কোনও প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়ননি৷

- Advertisement -