১৪ ফেব্রুয়ারি চলল প্রেমিক জুটির ওপর হেনস্থা, বিয়ে দেওয়া হল পশুদের

  • Posted By:
Subscribe to Oneindia News

প্রতিবছরই কট্টরপন্থী বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ভ্যালেন্টাইন্স ডের দিন বিক্ষোভ মিচিল আয়োজন করেত দেখা যায়। ভ্যালেন্টান্স ডে পশ্চিমী সংস্কৃতির ধারক ও বাহক এই দাবি তুলে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এবছরও ভ্যালেন্টাইন্স
ডে-র দিন তাণ্ডব চলে গুজরাতের আমেদাবাদে।

১৪ ফেব্রুয়ারি চলল প্রেমিক জুটির ওপর হেনস্থা, বিয়ে দেওয়া হল পশুদের

[আরও পড়ুন:'ঘাতক' পোস্তা উড়ালপুল নিশ্চিহ্ন হবে কলকাতা থেকে, অপেক্ষা মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের]

গুজরাতের সাবরমতী রিভার ফ্রন্ট এলাকায় একসঙ্গে কোও প্রেমিক জুটিতে দেখলেই লাঠি নিয়ে তাড়া করতে দেখা যায় কট্টরপন্থী বজরং দলের সদস্যদের। শুধু তাই নয়, এর আগে হায়দরাবাদ শহরে কোথাও কোনো পার্টি, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে আয়োজন করা যাবে না বলে জানায় বজরং দল। নাগপুরেও এনিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখায় তাঁরা।

রাজস্থানেও বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

হায়দরাবাদের মল-এ চলেছে বজরং দলের তাণ্ডব।

এদিকে, এই দিন চেন্নাইতে কুকুরের সঙ্গে গাধার বিয়ের আয়োজন করে বারত হিন্দু ফ্রন্ট। যা ভ্যালেন্টাইন্স ডের প্রতিবাদে আয়োজিত হয়েছে বলে দাবি করা হয়। যদিও দেশের কোনও প্রান্ত থেকেই এদিন কোনও বড় হিংসাত্মক ঘটনার খবর মেলেনি।

[আরও পড়ুন: 'আক্রান্ত আমরা'র উপর হামলায় পুলিশি মদতের অভিযোগ, পিছপা হচ্ছে না অম্বিকেশ-রা]

English summary
V-Day moral police harass, couples Targeted By bajrang dal.

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.