কলকাতা: নয় বছর পর অবশেষে বড়পর্দায় আসতে চলেছে টলিপাড়ার এই হিট জুটি৷ এই জুটিকে একসঙ্গে বড়পর্দায় শেষবারের মতো দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘বর আসবে এখুনি’ সিনেমাতে৷এরপর দুজনকে আর সেরকমভাবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি৷ অবশেষে চলতি বছরে মৌনাক ভৌমিকের হাত ধরে ফের একবার বাজিমাত করতে আসছে বড়পর্দায়৷

হ্যাঁ, ঠিক ধরেছেন, কথা হচ্ছে যীশু এবং কোয়েলকে নিয়ে৷দুজনকে একটানা একাধিক বানিজ্যিক ছবিতে একসঙ্গে কাজ না করলেও তাদের যে কটি ছবি আজ অবধি রিলিজ হয়েছে,প্রত্যেকটিই কিন্তু বক্সঅফিস হিট দিয়েছে৷অবশেষে ‘ঘরে & বাইরে’ সিনেমার মাধ্যমে ফিরে আসতে চলেছে এই জুটি৷

ছবিতে পুরোপুরি অন্যরকম চরিত্রে দেখা যাবে যীশু এবং কোয়েলকে৷বুধবার লঞ্চ হল ‘ঘরে & বাইরে’-এর প্রথম পোস্টার৷ পোস্টারেই বোঝা যাচ্ছে মৌনাক ভৌমিক আনতে চলেছে একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প৷ছবিতে দুজনের নাম অমিত এবং লাবন্য৷ছবিতে মিউজিক দিচ্ছেন অনুপম রায় এবং স্যাভি৷

পোস্টারে দেখা যাচ্ছে শাখা এবং পলার ওপর বসে আছে অমিত এবং লাবন্য৷অমিত যদিও বা গোবেচারা গোছের মতো বসে থাকলেও ইন্টারেসিং ব্যাপার লক্ষ্য করা গেল কোয়েলের স্টাইলে৷জিন্সের ওপর শাড়ি জড়িয়ে তিনি বসে রয়েছেন নিজস্ব অ্যাটিটিউট নিয়ে৷ রোম্যান্স ছাড়াও যে ভরপুর কমেডি থাকবে তা কিন্তু শুধু নায়ক নায়িকার আচরনে নয়, পরিচালক লিখে বুঝিয়ে দিয়েছেন এটি ‘রম-কম’ স্টোরি৷ঘরে & বাইরে মুক্তি পাবে চলতি বছরের মার্চ মাসে৷

লাভ, বর আসবে এখুনি দুটি ছবিতেই এই জুটি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মনে৷যদিও এই তালিকাতে আসে নীল আকাশের চাঁদনী(২০০৯) সিনেমাটিরও নাম৷কিন্তু সেখানে জিৎ এবং কোয়েলই ছিল মূখ্যভূমিকায়৷ফলে নায়ক নায়িকার ভূমিকায় এই দুজনকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল বর আসবে এখুনিতেই৷ফলে এখন শুধু অপেক্ষা এই জুটি সিলভার স্ক্রিনে কি ম্যাজিক দেথায় তা নিয়ে৷

- Advertisement -