ঝাড়খণ্ড: কথায় আছে চেষ্টার কোনও বিকল্প নেই৷ অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে সেই প্রবাদকেই সার্থকতা দিলেন ঝাড়খণ্ডের এক শ্রমিক৷ জানা গিয়েছে, বিগত ২৪ দিন ধরে নিখোঁজ ছিলেন ঝাড়খণ্ডের মনোহর নায়েকের মানসিক ভারসাম্যহীন স্ত্রী৷ তাঁর খোঁজে সাইকেলে করে ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে সেই স্ত্রীকেই ফিরে পেলেন পশ্চিমবঙ্গে৷
৪২ বছরের মনোহরবাবু মুসাবনি বালিগোদা গ্রামের বাসিন্দা৷ ওড়িশায় দিনমজুরের কাজ করেন তিনি৷ জানা গিয়েছে, মকরসংক্রান্তি উপলক্ষে কুমরাসোল গ্রামে বাপের বাড়িতে গিয়েছিলেন তাঁর স্ত্রী অনিতা৷ গত ১৪ জানুয়ারি সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান৷ মনোহরবাবু জানান, দু’দিন পরেও অনিতার কোনও খোঁজ না পেয়ে মুসাবনি এবং দামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ কিন্তু পুলিশও স্ত্রীর কোন খোঁজ না দেওয়ায় নিজেই স্ত্রীকে খোঁজার সিদ্ধান্ত নেন মনোহরবাবু৷ তারপর টানা ২৪ দিন সাইকেলে করে রোজ ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতেন স্ত্রীর খোঁজে৷ ২৪ দিনে মোট ৬৫ টি গ্রামে যান তিনি৷
কিন্তু এত কষ্ট করেও স্ত্রী অনিতার কোন খবর পাননি মনোহরবাবু৷ পাশাপাশি স্ত্রী মানসিক ভারসাম্যহীন ও ঠিক করে কথা বলতে পারেন না৷ ফলে বাড়তে থাকে দুশ্চিন্তা৷ কিন্তু হাল ছাড়েননি মনোহরবাবু৷ স্থানীয় একটি সংবাদপত্রের নিখোঁজ কলামে অনিতার ছবি দেন তিনি৷ তারপরই তাঁর অক্লান্ত চেষ্টার ফল পান মনোহরবাবু৷ সংবাদপত্রে ছবি দেখে খড়্গপুরে রাস্তার ধারের একটি খাবারের দোকানে বসে থাকা অনিতাকে চিহ্নিত করেন কয়েকজন সহৃদয় ব্যক্তি৷ সঙ্গে সঙ্গে খড়্গপুর থানায় খবর দেন তারা৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ অনিতার ছবি হোয়াটস অ্যাপে পাঠানো হয় মুসাবনি থানায়৷ সেখানকার পুলিশ খবর দেন মনোহরকে৷ তাকে বলা হয় স্ত্রীর পরিচয়পত্র নিয়ে আসতে৷ ১০ ফেব্রুয়ারি অনিতার সঙ্গে মনোহরবাবুর পুর্নমিলন হয়৷ পরের দিন একসঙ্গে ঘরে ফিরে যান তারা৷