নয়াদিল্লি: শুধুমাত্র পাকিস্তান নয়, চিনের সঙ্গেও ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এমনটাই মনে করছে মার্কিন কূটনীতিকরা। তাদের দাবি, ডোকলাম সংঘাত থেমে গেলেও ভারত-চিন সম্পর্কের কোনও উন্নতি হয়নি। এমনকি অদূর ভবিষ্যতে হওয়ার কোনও সম্ভাবনাও নেই।

মার্কিন গোয়েন্দা প্রধান ডোকলামের কথা মনে করিয়ে বলেন, গত অগাস্টে সেই সংঘাত শেষ হয়। দুই দেশই সেনাবাহিনী সরিয়ে নিতে রাজি হয়। তারপরও চিনের সেনাবাহিনী ভারতের দিকে এগিয়ে যাওয়ার ঘটনা ঘটে। চিন আগামিদিনেও আক্রমণাত্মক হতে পারে বলেও মনে করে আমেরিকা।

ডোকলাম সংঘাতের পরও বারবার চিন-ভারত সংঘাত চোখে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ অরুণাচল প্রদেশ সফরে গেলে আপত্তি তোলে চিন। এরপরেও চিনাদের ভারতে অনুপ্রবেশের ঘটনা চোখে পড়েছে।

কিছু ছবি কিন্তু অন্য কথা বলছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনও থামেনি ডোকলাম সংঘাত। চিনের সেনাবাহিনী ওই জায়গা থেকে সরে গেলেও, এখনও কাছেই আছে। তাদের বড়সড় একটা অংশ চুম্বি ভ্যালিতে আছে বলেই জানা গিয়েছে। এমনকি বেশ কিছু মারাত্মক অস্ত্রও তারা সারজিয়ে রেখেছে ভারতের সীমান্তের গা ঘেঁষে।

- Advertisement -