নয়াদিল্লি: ভারতীয় বাজারে৫৫ ইঞ্চির স্মার্ট এলইডি টিভি “Mi TV 4″নিয়ে এল চিনের প্রযুক্তি কোম্পানি Xiaomi৷ বুধবার একটি অনুষ্ঠানেএমআই টিভি ফোরের সঙ্গে রেডমি নোট ফাইভও লঞ্চ করেXiaomi৷
এবিষয়ে Xiaomi-র ম্যানেজিং ডাইরেক্টর এবং গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মানু কুমার জৈন বলেন, ‘‘আমরা তিনটি অত্যাধুনিক পণ্য দ্বারা ২০১৮ শুরু করছি৷রেডমি নোট ফাইভ, রেডমি নোট প্রো এবং এমআই এলইডি টিভি ফোর৷ আমরা আশা করছি এমআই উপভোক্তারা এই নতুন প্রযুক্তিগুলিকে উপভোগ করবে৷’’
ভারতের এইচডিআর১০ ও ফোর-কে প্যানেলসহ ৫৫ ইঞ্চি ক্রিনের এমআইটিভি ফোরের বাজার মূল্য ৩৯,৯৯৯ টাকা৷৪.৯ মিলিমিটার পাতলা বডি-সহ”Mi TV 4″ বিশ্বের সবথেকে পাতলা এলইডি টিভি হিসাবে পরিচিত৷ আগামি সপ্তাহেই বিভিন্ন অফলাইন ও অনলাইন মাধ্যমে এমআই টিভি ক্রয় করা যাবে৷Xiaomi জানিয়েছে, এমআই যেমন স্মার্টফোনের বাজারকে বিঘ্নিত করেছিল, ঠিক তেমনভাবেই ভারতের টেলিভিশনের বাজারকেও বিঘ্নিত করবে “Mi TV 4″৷
“Mi TV 4” সঙ্গে লঞ্চ হওয়া রেডমি নোট ফাইভকে জনপ্রিয় রেডমি নোট ফোরের উত্তরাধিকারী বলা যায়৷ ৩২ জিবি স্টোরেজ ও ৩ জিবি রাম-সহ রেডমি নোট ফাইভের মূল্য ৯,৯৯০ টাকা৷ অপরদিকে ৬৪ জিবি স্টোরেজ ও ৪ জিবি রাম-সহ এই ফোনের মূল্য ১১,৯৯৯ টাকা৷ রেডমি নোট ফাইভ ৪০০০ এমএএইচ ব্যাটারী সম্পন্ন এবং এটি কোয়ালকম স্নাপড্রাগন ৬২৫ প্রসেসর দ্বারা পরিচালিত৷