নয়াদিল্লি: ১৪ ফেব্রুয়ারি তথা ভ্যালেন্টাইনস ডে প্রেমিক যুগলদের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন৷ এই প্রেমের দিনটি কথায়, ব্যবহারে, উপহারে একে অপরকে ভালবাসা জানান দেওয়ার দিন৷ বছরের সবথেকে রোমান্টিক দিন বলা হয় ভ্যালেন্টাইনস ডে কে৷ কিন্তু ভ্যালেন্টাইনস ডে পালন নিয়ে কী বলছে আজকের যুব সম্প্রদায়?

Shaadi নামের এক অনলাইন সংস্থার দ্বারা পরিচালিত একটি সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে বহু ভারতীয় ভ্যালেন্টাইনস ডে পালনে বিশ্বাসী নন৷ ২০ থেকে ৩৫ বছরের মধ্যে আট হাজার দু’শোর বেশি ভারতীয় এই অনলাইন সমীক্ষায় অংশগ্রহণ করে৷ অংশগ্রহণকারীদের মধ্যে বিবাহিত ও অবিবাহিত উভয় প্রকার মানুষই ছিল৷

বছরের কোন দিনটির জন্য সবচেয়ে বেশি উন্মুখ হয়ে থাকেন? একটি বিবৃতি অনুযায়ী, ৬১ শতাংশ মানুষ এই প্রশ্নের উত্তর দিয়েছেন নিজের জন্মদিন অথবা বার্ষিকী৷ নতুন বছরের প্রথম দিনটির কথা বলেন ৩৬ শতাংশ মানুষ৷ কিন্তু ভ্যালেন্টাইনস ডের কথা বলেন মাত্র ৩ শতাংশ মানুষ৷ আপনি কি ভ্যালেন্টাইনস ডে পালনে বিশ্বাসী? ৬৮ শতাংশ মানুষ এই প্রশ্নের উত্তর দিয়েছেন, না তারা বিশ্বাসী নন৷ মাত্র ৩২ শতাংশ মানুষ বলেছেন, তারা ভ্যালেন্টাইনস ডে পালনে বিশ্বাসী৷

বছরের পর বছর হারিয়ে যাচ্ছে ভ্যালেন্টাইনস ডে পালনের উৎসুকতা৷ কিন্তু কেন কমে যাচ্ছে উৎসাহ? কেন বেশির ভাগ মানুষ ভ্যালেন্টাইনস ডে পালন করেন না? তা অনুধাবন করতে আর একটি প্রশ্ন করা হয় সমীক্ষার অংশগ্রহণকারীদের৷ আপনি কেন ভ্যালেন্টাইনস ডে পালন করেন না? উত্তরে ৫৫ শতাংশ মানুষ জানায় ভ্যালেন্টাইনস ডে নিয়ে অত্যাধিক আলোচনাই এর কারণ৷ আবার ২৮ শতাংশের মতে বিশেষ মানুষটির সঙ্গে প্রতিদিনই ভ্যালেন্টাইনস ডে৷ বাইরে বেড়ানোর জন্য অত্যাধিক ভিড় দায়ি করেছেন ১৭ শতাংশ অংশগ্রহণকারী৷

৬৭ শতাংশের মতে ভ্যালেন্টাইনস ডে আর পাঁচটা দিনের মতই কাটানো উচিত৷ যদিও এব্যাপারে সম্মতি জানায়নি ৩৩ শতাংশ মানুষ৷ এবিষয়ে সাদি ডট কমের সিইও গৌরব রক্ষিত বলেন, ‘‘বছরের পর বছর ভ্যালেন্টাইনস ডে পালনের ধরণ পরিবর্তন হয়ে আসছে৷ বিশেষত সাম্প্রতিক কালে এটি প্রচণ্ড পরিমাণে বানিজ্যিক হয়ে গিয়েছে৷ তাই কিছু মানুষের কাছে এই দিনটির আকর্ষণ হারিয়ে গিয়েছে৷’’

- Advertisement -