কলকাতা: কেন্দ্রীয় বাজেটে ঘোষিত স্বাস্থ্য বিমা পরিকল্পনা বা ন্যাশনাল হেলথ্ প্রোটেকশন স্কিম লাগু হবে না পশ্চিমবঙ্গে৷ পশ্চিমবঙ্গই প্রথম এমন রাজ্য যেখানে এমন পদক্ষেপ নেওয়া হবে৷ এই স্কিমে ৪০শতাংশ অর্থ রাজ্যকে দিতে হবে অথচ রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই হেলথ ইনসিওরেন্স স্কিম মেদিকেয়ারের ঘোষণা করা হল, আর আপত্তি উঠছে এখানেই৷ রাজ্যের ওপর এই বিষয়ে জোর করতে পারে না কেন্দ্র৷ রাজ্যের হাতে অর্থ থাকলে রাজ্য এই উদ্যোগ নিজেই নেবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়৷
পড়ুন: পশ্চিমবঙ্গকে দেখে মোদীকে সরকার চালাতে নির্দেশ মমতার
কৃষ্ণনগরে একটি মিছিলে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের এই স্কিমে রাজ্যের কষ্ট করে অর্জিত অর্থ অপচয় করা সম্ভব নয়৷ পাশাপাশি এও বলা হয়, জনবিরোধী নীতির পরিবর্তন না হলে দেশব্যাপী আন্দোলন শুরু হতে পারে৷
পড়ুন: নারী দিবসের মঞ্চ থেকে মোদী সরকারকে কড়া বার্তা দেবেন মমতা
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী হেলথ ইনসিওরেন্স স্কিম রয়েছে৷ তাই মোদীকেয়ারে নতুনত্ব কিছু নেই বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷ কটাক্ষ করেন ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ যোজনাকেও৷ পাশাপাশি তিনি তোপ দাগেন, এফআরডিআই বিলের প্রতি, যে বিলের অনুমতিতে ব্যাংক সাধারণের ডিপোজিটের একটা অংশ কেটে নিতে পারে৷ তাই এই বিল উঠিয়ে নেওয়ার ওপরও জোর দেন তিনি৷ কারণ এই বিলের জন্য চিটফান্ডের দিকে জনগণের ঝোঁক বৃদ্ধি পেতে পারে৷ তাই এই বিল প্রত্যাহার করা না হলে তীব্র আন্দোলনের পথে হাঁটবেন বলেও স্পষ্ট বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷