ক্যাশ নয় ব্যাঙ্কে এখন জমবে অ্যাস! তীব্র কটাক্ষে মোদী সরকারকে খোঁচা মমতার

Subscribe to Oneindia News

কেন্দ্রের সরকার এখন আর ক্যাশ টাকা জমা নেবে না, এখন অ্যাশ জমা হচ্ছে ব্যাঙ্কে। কেন্দ্রের প্রকল্পের সমালোচনায় নদিয়ার সরকারি জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিশানা করলেন নরেন্দ্র মোদীর সরকারকে। সম্প্রতি বাজেটে যে গোবর্ধন প্রকল্প নেওয়া হয়েছে, তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্যবাণের মুখে পড়ল কেন্দ্রের বিজেপি সরকার।
মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে সরকারি পরিষেবা প্রদান ও এক দিনে ১৩ হাজার কিলোমিটার রাস্তা তৈরির উদ্বোধন করেন।

ক্যাশ নয় ব্যাঙ্কে এখন জমবে অ্যাস! তীব্র কটাক্ষে মোদী সরকারকে খোঁচা মমতার

[আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ারদের 'ট্যাঁ-ফুঁ' করতে না দিয়ে ভয়াবহ ডাকাতি গড়চুমুকের সোনা দোকানে]

রাজ্যের সরকার বাংলার জনগণের জন্য কী কী পরিষেবার ডালি সাজিয়েছে, তা জানান মমতা। আবার এই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমালোচনাও করেন কড়া ভাষায়। তিনি বলেন, 'এখন ব্যাঙ্কে গোবর জমা করবে কেন্দ্র। অ্যাস জমা করবে। অ্যাস মানে ছাই। অর্থাৎ কেন্দ্রের সিদ্ধান্তে ব্যাঙ্কে আর ক্যাশ জমবে না, জমবে অ্যাস।'

এদিন মমতা বলেন, 'নোটবন্দির নামে মানুষের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডারটুকুও কেড়ে নিয়েছে কেন্দ্রের সরকার। তার উপর জিএসটি চালু করে নকুল দানাতেও ট্যাক্স বসিয়েছে। এখন ঢাকের দায়ে মনসা বিকিয়ে দেওয়ার জোগাড় করেছে কেন্দ্রের সরকার। সাধারণ মানুষকে এই সরকার ক্রমশ অন্ধকারে ঠেলে দিচ্ছে। এখন আবার বলছে পকোড়া শিল্প করতে। সব ব্যবসা বন্ধ করে দিয়েছে। মানুষ পকোড়াটা করবে কোথা থেকে, সব সংস্থানই তো কেড়ে নিয়েছে সরকার।

বাজেটে সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। কৃষকদের পাশে দাঁড়ায়নি এই সরকার। এই সরকারের আমলে সবথেকে বেশি কৃষকের মৃত্যু হয়েছে। সারা দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। এখন কৃষকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ভোটের দিকে চেয়ে। মানুষকে বোকা বানানো হচ্ছে। কোথায় থেকে এই প্রতিশ্রুতি রক্ষা করবে, তার সংস্থানও নেই।

মমতা বলেন, টাকা নেই, অথচ পরিষেবার নামে এখন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হচ্ছে। এই সরকারের সবকিছুই ধোঁকা। মানুষকে ধোঁকা দিয়ে এই সরকার এসেছিল, এখন ধোঁকা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। মানুষ এর যোগ্য জবাব দেবে। ২০১৯-এই কেন্দ্রে বিজেপি সরকারকে উচিত শিক্ষা দিয়ে বিদায় করবে দেশের মানুষ। মানুষকে বোকা বানানোর ঠেলা এবার হাড়ে হাড়ে টের পাবে বিজেপি।

[আরও পড়ুন: আন্ত্রিক 'মহামারী'র রূপ নিচ্ছে দক্ষিণ শহরতলিতে, জল-আতঙ্ক কাটাতে হিমশিম পুরসভা ]

English summary
CM Mamata Bannerjee attacks Narendra Modi’s government. Mamata Banerjee complains against BJP for their anti public project,

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.