অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্ম দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সম্পদ ও তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা নিয়ে তথ্য পেশ করেছে। তাতে নাম রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ছাপোষা জীবনযাপনে অভ্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী এই তালিকায় কত নম্বরে রয়েছেন তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

এন চন্দ্রবাবু নাইড়ু
দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী হলেন অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু। তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭৭ কোটি টাকা।

পেমা খাণ্ডু
কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু দ্বিতীয় সর্বোচ্চ ধনী। তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১২৯ কোটি টাকা।

অমরিন্দর সিং
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং তৃতীয় সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী। তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮ কোটি টাকা।

মেহবুবা মুফতি
কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৫৫ লক্ষ টাকা। দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাজীবন সাদামাটা জীবনযাপন করে এসেছেন। তাঁর কোনও অস্থাবর সম্পদ নেই। রয়েছে মোট ৩০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি। তিনি দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে।

মানিক সরকার
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী। তাঁর মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৬ লক্ষ টাকা।

দেবেন্দ্র ফড়নবীশ
মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশের সম্পত্তি কত রয়েছে তার চেয়েও বড় হয়ে উঠেছে তাঁর বিরুদ্ধে জমে থাকা মামলা। সব মুখ্যমন্ত্রীদের মধ্যে তাঁর নামেই সবচেয়ে বেশি মোট ২২টি মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে ৩টি বেশ গুরুতর অভিযোগের মামলা।

পিনারাই বিজয়ন
কেরলের এলডিএফ সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নামে ১১টি মামলা রয়েছে। তার মধ্যে ১টি গুরুতর অভিযোগের।

অরবিন্দ কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামে মোট ১০টি মামলা ঝুলছে। তার মধ্যে ৪টি বেশ গুরুতর অভিযোগে মামলা রয়েছে।

কোটিপতি মুখ্যমন্ত্রী
দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ২৫ জনই কোটিপতি। মুখ্যমন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ ১৬.১৮ কোটি টাকা।