ভারতীয় জনতা পার্টির দরজা বড়। যে কেউ আসতে পারেন। ভারতী ঘোষের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ভারতী ঘোষ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, আগে তো ওঁকে দেখি তারপর বলব। যদি কোনও দিন আসেন তখন দেখা যাবে এমনও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ ইঙ্গিত দেন, ভারতী ঘোষ দিল্লির বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্ব বিশেষ কিছু জানে না বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।
এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রতিক্রিয়াও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, মা এখন সৎ মা হয়ে গিয়েছেন। আর কেউ মা বলে ডাকবে কিনা সন্দেহ। সরকারি অফিসারদের এই বিষয় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ।