একদিকে উপত্যকায় চরম অশান্তি, অন্যদিকে বরফের চাদরে ঢেকে মোহময়ী হয়ে উঠল কাশ্মীর। শুধু কাশ্মীরেই নয়, এদিন হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ভালো রকমের তুষারপাত হয়েছে। বিভিন্ন এলাকায় ঢেকে গিয়েছে বরফের চাদরে। তার মাঝেই পর্যটকেরা সিমলায় তুষারপাতের আনন্দে মেতে উঠেছেন। কাশ্মীর ও হিমাচলের বেশ কিছু এলাকায় রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বেশ কিছু জায়গা পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে।
|
শ্রীনগরে তুষারপাত
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এদিন সকাল থেকেই বরফপাত শুরু হয়েছে।
|
সিমলায় তুষারপাত
হিমাচলের সিমলায় নওয়ার উপত্যকা ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে।
|
উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের তেহরিতে এদিন দারুণ তুষারপাত চলছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে বরফের চাদরে।
|
বরফের মেলা
হিমাচল মেতে উঠেছে বরফপাতের আনন্দে। পর্যটকেরা সিমলায় বরফের মধ্যে আনন্দে মেতে উঠেছেন।
|
উধমপুরে বরফপাত
কাশ্মীরের উধমপুর এলাকার এই ছবি নিঃসন্দেহে অসাধারণ। নিঝুম দিনে বরফ পড়ে চলেছে অবিরত। গাছপালা সব ঢেকেছে বরফের চাদরে।
|
ডোডায় তুষারপাত
একই অবস্থা ডোডা জেলারও। এখানেও সবকিছু সাদা বরফের তলায় চাপা পড়ে গিয়েছে।