ভোটের আগেই দুঃসংবাদ বয়ে এল ত্রিপুরা সিপিএমে। আর মাত্র ছ-দিন বাকি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের। তার আগেই ভোট প্রচারে বেরিয়ে মৃত্যু হল সিপিএম প্রার্থীর। রবিবার রাতে সিপিএম প্রার্থী রমেন্দ্রনারায়ণ দেববর্মার মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। সিপাহিজলার চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হয়েছিলেন রমেন্দ্রনারায়ণ দেববর্মা। প্রচার চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

[আরও পড়ুন:মাদুরদহের ফ্ল্যাট রাষ্ট্রপুঞ্জ থেকে পাওয়া টাকায় তৈরি, আর কী বললেন ভারতী ঘোষ]
দলীয় কর্মীদের নিয়ে রবিবার বাড়ি বাড়ি ভোট-প্রচারে গিয়েছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী রমেন্দ্রনারায়ণ দেববর্মা। হঠাৎই অসুস্থতা অনুভব করায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় গোবিন্দবল্লভ পন্থ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।
হাসপাতাল থেকে রমেন্দ্রনারায়ণবাবুর দেহ নিয়ে আসা হয় রাজ্য কমিটির অফিস দশরথ দেবস্মৃতি ভবনে। এই রাজ্য কমিটির অফিসে তাঁকে শেষশ্রদ্ধা জানান সিপিএম পালিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী এই কেন্দ্রের বিধানসভা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিপিএম প্রার্থীর মত্যুতে এই কেন্দ্রে আপাতত ভোট স্থগিত করে দেবে নির্বাচন কমিশন। উল্লেখ্য এই কেন্দ্রে মোট পাঁচজন প্রার্থী ছিলেন। তাঁদের ভাগ্য নির্ধারণ হবে পরে। সেই দিনক্ষণ শীঘ্রই জানাবে নির্বাচন কমিশন।