সাঁঝোয়ানে জঙ্গি হামলায় এখনও এনকাউন্টার শেষ হয়নি। ৫৫ ঘণ্টা পার করার পরও সেনা চিরুনি তল্লাশি চালাচ্ছে। তার মধ্যেই এবার শ্রীনগরের করণ নগরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি-সেনা গুলির লড়াই শুরু হয়েছে। এবং তা ভয়ঙ্কর আকার নিতে শুরু করেছে।

এদিন সকালে দুজন সন্দেহজনক জঙ্গিকে পিঠে ব্যাগ ও হাতে একে৪৭ হাতে ঘুরতে দেখা যায়। সেনা এই খবর জানতে পেরে গুলি চালালে দুই জঙ্গি পালিয়ে যায়। তবে হামলার আশঙ্কা করা হয়েছিল।
Jammu & Kashmir: Latest #Visuals from Srinagar's Karan Nagar where an encounter is underway at a CRPF camp ( Visuals deferred by unspecified time) pic.twitter.com/klOw6GVs4W
— ANI (@ANI) February 12, 2018
এই করণ নগরেই সিআরপিএফ ক্যাম্পে গুলির লড়াইয়ে গুরুতর আহত হওয়ার পরে এক সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। গোটা কাশ্মীর অশান্ত হয়ে রয়েছে। এই প্রেক্ষিতে কেন্দ্র হস্তক্ষেপ করেছে। বিকেল চারটেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জরুরি ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন।
2 militants tried to barge into CRPF headquarters in the morning. They couldn't enter the headquarters but sneaked in a building close to the HQ. 5 families have been evacuated. Operation is on: IG CRPF Ravideep Sahai on encounter at CRPF camp in #Srinagar's Karan Nagar pic.twitter.com/loFzUFObXx
— ANI (@ANI) February 12, 2018
সিআরপিএফের তরফে আইজি রবিদীপ সাহাই বলেছেন, সকালে দুই জঙ্গি হেডকোয়ার্টারে ঢোকার চেষ্টা করেছিল। সেনা তৎপরতায় তা আটকানো গিয়েছে। ভিতরে আটকে থাকা পাঁচটি পরিবারকে সরানো হয়েছে। এখনও অপারেশন চলছে।