ফের বিতর্কে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পঞ্চায়েতে মনোনয়ন পেশের সময় তাদের দলের মহিলারা বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দেবেন বলে জানিয়েদেন তিনি।

রাজ্য জুড়ে উন্নয়নের বন্যা বইছে। উন্নয়নের বন্যা বীরভূমেও। তাই বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দেবেন তাদের দলের মহিলারা। সিউড়ি দুনম্বর ব্লকে মহিলাকর্মীদের সমাবেশে এমনটাই মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
অনুব্রত বলেছেন, পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় সামনে থাকবেন মহিলারা। তাঁরাই আটকাবেন বিরোধীদের। দু থেকে আড়াই হাজার মহিলা এই বাধাদান কর্মসূচিতে থাকবেন বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলের এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের প্রশ্ন, রাজ্য তথা বীরভূম জুড়ে যদি এতটাই উন্নয়নের জোয়ার বয়ে যায় তাহলে নির্বাচনী লড়াইয়ে ভয় কেন। তাহলে কি কোথাও উন্নয়নের চোরা স্রোত বইছে। সেই স্রোত বেড়ে গেলে কি বিপাকে পড়তে পারেন অনুব্রত মণ্ডল। সেই স্রোতের কথা অনুধাবন করেই কি আগেভাগে অনুব্রত মণ্ডলের এই পদক্ষেপ ঘোষণা, প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
এর আগেও পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন জমা না দিতে হুমকি দিয়েছিলেন অনুব্রত। ডিসেম্বরে নলহাটির সভা থেকে এই হুমকি দেন তিনি। এরপরে শোরগোল শুরু হওয়ার ক্যামেরার সামনে সংযত হওয়ার বার্তাও দিয়েছিলেন অনুব্রত।
জানুয়ারিতে বোলপুরে দলীয় সভায় অনুব্রত বলেছিলেন পঞ্চায়েত নির্বাচন তারা করে নিয়েছেন। তাহলে কি কোথাও হুমকিতেও কাজ না হওয়ার অনুমান করছেন অনুব্রত। সেই জন্য আগে ভাগেই বলপ্রয়োগের হুমকিও দিয়ে রাখলেন তিনি। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেই।