লন্ডন সিটি বিমানবন্দরে বোমা উদ্ধার ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানবন্দর লাগোয়া থেমস নদীর ধারে এই বোমা উদ্ধার হয়েছে বলে খবর। তবে এই বোমা কোনও তাজা বোমা নয়, রহস্যজনকভাবে এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা। এই ঘটনার জেরে রবিবার সাময়িকভাবে বন্ধ করা হয় লন্ডন সিটি বিমানবন্দর।

উল্লেখযোগ্যভাবে , এই অস্ত্র উদ্ধার হয়েছে পঞ্চম জর্জ ডকের সামনে থেকে। যা লন্ডনের অন্যতম জনবহুল এলাকা তথা লন্ডন সিটি বিমানবন্দরের সবচেয়ে কাছের অংশ। এদিকে, বিমানবন্দরে যাত্রীদের বাকি তথ্যের জন্য অনুসন্ধান অফিসে যোগায়োগ করার কথা বলা হয়েছে।
যাতে অস্ত্রগুলিকে নিরাপদভাবে উদ্ধার করা যায়, তার জন্য়ই বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অস্ত্রগুলিকে নীরিক্ষণের জন্য় পুলিশি তদন্তে শুরু হয়ে গিয়েছে। পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে রয়্যাল নেভি। প্রসঙ্গত ১৯৪০-৪১ সালে জার্মান এয়ারফোর্স বহু বোমা নিক্ষেপ করে লন্ডনে। মনে কার হচ্ছে এই নতুনভাবে উদ্ধার হওয়া বোমাটি তারই অংশ।