মঙ্গলের কক্ষপথ পেরিয়ে মহাকাশে ছুটে চলেছে টেসলার গাড়ি, ধরা পড়েছে টেলিস্কোপেও, দেখুন সেই ছবি

  • Written By:
Subscribe to Oneindia News

মহাকাশ গবেষণায় নয়া দিগন্ত উন্মোচন করে বেসরকারি এরোস্পেস প্রস্তুতকারক ও স্পেস ট্রান্সপোর্ট পরিষেবা প্রদানকারী সংস্থা স্পেস এক্স মহাকাশে গাড়ি প্রেরণ করেছে। এর কর্ণধার এলন মাস্ক টেসলা কোম্পানির তৈরি রোডস্টার গাড়িকে ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে মহাকাশে প্রেরণ করেছেন।

মঙ্গলের কক্ষপথ পেরিয়ে মহাকাশে ছুটে চলেছে টেসলার গাড়ি

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে উৎক্ষেপিত গাড়িটিকে স্পেস টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে ভ্রমণ করতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন খোদ মাস্ক। গাড়িটির একটি ছবিও তিনি সকলের সঙ্গে শেয়ার করেছেন।

গাড়িটির একটি ছবিও তিনি সকলের সঙ্গে শেয়ার করেছেন

টেসলা যে গাড়িটি মহাকাশে প্রেরণ করেছে তার চালকের আসনে মানুষের মতো দেখতে একটি অবয়ব বসানো রয়েছে। রোবটিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে রোডস্টারের অবস্থান খুঁজে বের করা হয়েছে। মঙ্গলের কক্ষপথ ছাড়িয়ে তা গ্রহাণু বেল্টের দিকে এগিয়ে চলেছে।

 টেসলার গাড়ি

স্পেস এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, মনে করা হয়েছিল গাড়ির ব্যাটারি অন্তত ১২ ঘণ্টা টিঁকবে। তবে তা মাত্র ৪ ঘণ্টা কাজ করেছে। একবছরের মধ্যেই মহাকাশের রেডিয়েশন বা বিকিরণের ফলে গাড়িতে টুকরো টুকরো হয়ে যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

ফ্যালকন হেভি রকেট সাধারণত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সামগ্রী পৌঁছতে ও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ব্যবহার করা হয়। তবে এলন মাস্ক জানান, এগুলি খুবই বিকক্তিকর কাজ। তাঁরা অন্যকিছু করতে চেয়েছিলেন। আর সেজন্যই চমক দিতে মহাকাশে গাড়ি প্রেরণ করেছেন।

English summary
Elon Musk's Tesla Roadster headed to asteroid belt after exceeded Mars orbit

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.