এলপিজি সরবরাহকারী ট্যাঙ্কারগুলির মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে রাজ্যে এলপিজি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা। টেন্ডার প্রক্রিয়ায় কেন্দ্রের নতুন সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশ ব্যাপী এই ধর্মঘট শুরু হয়েছে।

টেন্ডার প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নতুন সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের সঙ্গে দেশের পূর্বাঞ্চলের ট্যাঙ্কার মালিকদের সংগঠন ধর্মঘটে সামিল হয়েছে। ফলে সোমবার থেকে পূর্বাঞ্চল তথা কলকাতায় এলপিজি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের সমস্যা হওয়ার কথা মেনে নিয়ে মালিকরা অবশ্য ধর্মঘটের কথা সরাসরি বলছেন না। তাঁরা বলছেন, রাস্তায় ট্যাঙ্কার নামাবেন না তাঁরা। কেন্দ্র তথা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির টেন্ডার প্রক্রিয়ায় নতুন নিয়মে তাদের লাভের অঙ্ক অনেকটাই কমে যাবে। ভবিষ্যতে ব্যবসা বন্ধ করে দিতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ট্যাঙ্কার মালিকদের সংগঠন।
পূর্বাঞ্চলের এলপিজি ট্রান্সপোর্ট কনট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এর আগে দরপত্র ডাকা হত জোন হিসেবে। নতুন নিয়মে তা রাজ্য ভিত্তিক করে দেওয়া হয়েছে। পূর্ব জোনে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার।
নতুন নিয়মে একলক্ষ টাকার ডিমান্ড ড্রাফ্ট দিয়ে যে কোনও ট্যাঙ্কার মালিক এলপিজি পরিবহনের জন্য আবেদন করতে পারবেন। পুরনোদের থেকে নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। একইসঙ্গে যে রাজ্য থেকে তারা নথিভুক্ত, সেই রাজ্যে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু পূর্বাঞ্চলের প্রায় সব ট্রাক নাগাল্যান্ডে নথিভুক্ত হওয়ায়, এইসব ট্যাঙ্কারগুলি বাতিল হয়ে যাবে। বিষয়টি নিয়ে তেল কোম্পানিগুলির সঙ্গে আলোচনা করা হলেও, রফাসূত্র না মেলায় সোমবার থেকে গাড়ি না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিপাকে পড়তে চলেছেন এলপিজি গ্রাহকরা।