গেরুয়া রাজনীতি প্রসঙ্গে রজনীকান্তকে স্পষ্ট বার্তা দিলেন কমল হাসান

  • Posted By:
Subscribe to Oneindia News

গত ৩১ ডিসেম্বর রাজনীতিতে প্রবেশের ঘোষণা করেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আর তার পর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে বেশ কিছু প্রশ্ন ঘোরা ফেরা করছে। এদিকে, রজনীতকান্তের সঙ্গে আসন্ন নির্বাচনে অভিনেতা কমল হাসান জোট বাঁধতে চলেছেন কী না , তা নিয়েও বহুবার প্রশ্ন করা হয়েছে কামালকে। আর তার উত্তর এল শনিবার হাভার্ড বিশ্ববিদ্যাল আয়োজিত এক অনুষ্ঠানে। যেখানে বক্তব্য রাখেন দক্ষিমী তারকা কামাল হাসান।

গেরুয়া রাজনীতি প্রসঙ্গে রজনীকান্তকে স্পষ্ট বার্তা দিলেন কমল হাসান

রাজনীতিতে সামিল যে তিনি হতে চান, তা আগেই জানিয়েছেন কামাল হাসান। তবে এনিয়ে আনুষ্ঠানিক কিছু ঘোষণা এখনও বাকি তাঁর তরফে। এরই মধ্যে রজনীকান্তের সঙ্গে জোট বাঁধা নিয়ে নিজের স্পষ্ট মাতমত পেশ করলেন অভিনেতা কামাল হাসান। হাভার্ডের অনুষ্ঠানে স্পষ্ট করে কমল হাসান জানিয়দেন, 'গেরুয়া' তাঁর রং নয়। রজনীকান্ত প্রসঙ্গে তিনি জানান, যদি জোট গড়তে হয়, তাহলে রজনীকান্তের রাজনৈতিক রঙ গেরুয়া না হওয়াই ভালো।শুধু তাই নয়, কমল এদিন স্পষ্ট করে দেন যে তিনি বামপন্থার দিকেও ঝুঁকতে রাজি নন।

এদিকে রজনীতির দিকে পা বাড়িয়ে চলা কামাল হাসান তাঁর নয়া ওয়েবসাইটও এদিন লঞ্চ করেন। যার ঘোষণা তিনি টুইটারের মাধ্যমে করেন। ৬৩ বছরের কমল হাসান কিছুদিন আগেই রাজনৈতিক ভাবে তামিলনাড়ুর ই পালানিস্বামী সরকারের দুর্নীতি নিয়ে মুখ খোলেন। তিনি জানান, যে তিনি দুর্নীতি মুক্ত তামিলনাড়ু গড়তে চান।

English summary
Actor-turned-politician Kamal Haasan spoke about his dream of creating a "corruption-free Tamil Nadu" and the prospect of allying with his contemporary Rajinikanth, provided "saffron isn't his colour", during his speech at the Harvard University on Saturday.

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.