ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, সোমবার নদিয়া দিয়ে শুরু সফর

  • Written By: Dibyendu
Subscribe to Oneindia News

ফের জেলা সফরে বের হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ ফেব্রুয়ারি নদিয়া দিয়ে এবারের সফর শুরু হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে এবারেই টানা জেলা সফরে বের হচ্ছেন মুখ্যমন্ত্রী।

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, সোমবার নদিয়া দিয়ে শুরু সফর

১২ ও ১৩ ফেব্রুয়ারি নদিয়ায় সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ তারিখ মায়াপুরের ইসকন মন্দির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ১৩ ফেব্রুয়ারি কৃষ্ণনগর কলেজ মাঠে রয়েছে সরকারি সভা। রয়েছে আরও একাধিক সরকারি কর্মসূচিও। কৃষ্ণনগরের সরকারি সভা থেকে ৮ হাজার কিমি গ্রামীণ রাস্তার সূচনা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী হাত ধরেই।

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, সোমবার নদিয়া দিয়ে শুরু সফর

নদিয়া সফর শেষ করার একদিন বাদেই রয়েছে জঙ্গলমহল সফরের কর্মসূচি। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান। রয়েছে একাধিক সরকারি কর্মসূচি। একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের কথা রয়েছে।

জঙ্গলমহল সফর শেষ করার পর মুখ্যমন্ত্রীর সফরের তালিকায় রয়েছে মুর্শিদাবাদ। এরপর ফের উত্তরবঙ্গ। তালিকার প্রথমেই রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর। জেলাগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

English summary
CM Mamata Banerjee will be started her next district visit from Monday

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.