ত্রিপুরায় আক্রান্ত বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী। মজলিশপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি। শনিবার রাতে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযুক্ত। অভিযুক্ত সিপিএম। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

ত্রিপুরার মজলিশপুরে বিজেপি প্রার্থী এবং তাঁর সঙ্গে থাকা কর্মীদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। অভিযুক্ত সিপিএম এবং রাজ্যের মন্ত্রী মানিক দে। ঘটনায় আহতদের রাতেই আগরতলা সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। জানা গিয়েছে, জিরানিয়া মহকুমার এসডিপিও-র নেতৃত্বে পুলিশকর্মীরা লাঠি চালিয়ে পরিস্থিতি সামাল দেন।

রাতেই ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। ছিলেন রাজ্য পর্যবেক্ষক সুনীল দেওধর এবং ভোটে বিজেপির দায়িত্বপ্রাপ্ত অসমের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
বিজেপির অভিযোগ, হামলার ঘটনায় তাদের ছয় কর্মী আহত হয়েছেন। ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে নীরব থাকাও অভিযোগ করেছে বিজেপি। জিরানিয়া মহকুমার এসডিপিও-র বদলির দাবি করেছে বিজেপি।