যোগীর রাজ্যে ফের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ। এলাহাবাদে রেস্টুরেন্টের বাইরে আইনের এক ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। প্রধান অভিযুক্ত চিহ্নিত হলেও, এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রেস্টুরেন্টের বাইরে বছর ২৬-এর আইনের ছাত্র দিলীপ স্বরোজকে পিটিয়ে মারার অভিযোগ। একদল লোক হকি স্টিক, ভাঙা পাইপ নিয়ে রেস্টুরেন্টের বাইরে হামলা চালায়। ঘটনাস্থলেই জ্ঞান হারায় ওই ছাত্র। রবিবার সকালে ওই ছাত্রের মৃত্যু হয়।
পুরো ঘটনা মোবাইল বন্দি করেন এক পথচারী। সেখানে দেখা যাচ্ছে দিলীপ স্বরোজ নামে ওই ছাত্র রেস্টুরেন্টের বাইরে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন। হামলাকারী সম্ভবত নেশাগ্রস্ত ছিলেন। কেউ কেউ ঘটনাটি দেখে দাঁড়িয়ে পড়লেও, অনেকেই না দেখার ভান করেই বেরিয়ে যান। সেই সময় কেউ পুলিশকে ফোনও করেননি।
ব্রাউন রঙের জ্যাকেট পরিহিত রেস্টুরেন্টের মালিক প্রাথমিকভাবে হামলাকারীদের থামাতে চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ঘটনার পর রেস্টুরেন্টের মালিক এবং অন্যরা ওি ছাত্রকে মোটর সাইকেলে করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনায় অভিযোগ নথিভুক্ত করেছে পুলিশ। ওই ছাত্রের ভাইয়ের করা এফআইআর-এর ভিত্তিতে অভিযোগ নথিভুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাহাবাদে ভাড়া বাড়িতে থাকত দিলীপ। দুই বন্ধুর সঙ্গে রাতের খাবারের জন্য রেস্টুরেন্টে গিয়েছিল। হঠাৎই তারা হামলাকারীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। যা পর্যায়ক্রমে হিংসার রূপ নেয়। হামলাকারীদের হাত থেকে কোনও রকমে পালিয়ে বাঁচে দিলীপের বন্ধুরা।
দিলীপের বন্ধুরা জানিয়েছেন, কালিকা রেস্টুরেন্টে ডিনারের জন্য গিয়েছিলেন তাঁরা। ডিনারের পর রেস্টুরেন্টের সামনে বসে ছিলেন তাঁরা। এই সময় তিন ব্যক্তি গিয়ে তাদের ধাক্কা দিয়ে খারাপ কথা বলে রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে যায়। তাদের অনুসরণ করে দিলীপ ও তার বন্ধুরা। সেই সময় ওই আগন্তুকরা তাদের ওপর হামলা চালায়। এমন কী চেয়ার ছুঁড়েও মারে। জানিয়েছেন দিলীপের এক বন্দু প্রকাশ সিং। রেস্টুরেন্টের ভিতরের এই হামলা সিসিটিভি ক্যামেরা বন্দিও হয়।
এলাহাবাদের এএসপি সুকৃতি মাধব জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে প্রধান অভিযুক্ত বিজয়শঙ্কর সিং ছাড়া সবাইকেই দেখা যাচ্ছে। অভিযুক্ত রেলের কর্মী। কিন্তু বাকি হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।