এদিন জম্মুতে জঙ্গি হামলা হয়েছে ভোরে। সেই হামলায় এখনও জঙ্গিদের খতম করা যায়নি। ইতিমধ্যে দুজন সেনা আধিকারিকের প্রাণ গিয়েছে। তার মধ্যেই এবার খোদ কাশ্মীর বিধানসভায় 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান উঠল।

ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক মহম্মদ আকবর লোন একা পাকিস্তানের হয়ে স্লোগান দিয়েছেন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে বিজেপি বিধায়করা উপত্যকায় পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেন।
Yes, I said it. It is my personal view, I said it in the house and I don't think anyone should have a problem with it: National Conference MLA Akbar Lone on shouting 'Pakistan Zindabad' in J&K Assembly pic.twitter.com/JbiwNui0kj
— ANI (@ANI) February 10, 2018
তার পাল্টা হিসাবেই আকবর পাকিস্তানের পক্ষে স্লোগান দিতে শুরু করেন। তিনি বলেছেন, আমি প্রথমে মুসলমান। বিজেপি বিধায়করা পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেওয়ায় নিজেকে সামলাতে পারিনি। তখনই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিই। যদিও মুসলমানের সঙ্গে পাকিস্তান জিন্দাবাদের কী সম্পর্ক তা নিয়ে মুখ খোলেননি এই এনসি বিধায়ক।
I live in that constituency, complaints have come from there & in a way govt also accepts that number of Rohingyas & Bangladeshis is increasing & that they are a security threat: J&K Assembly Speaker Kavinder Gupta #SunjwanAttck pic.twitter.com/I07ZKaldDP
— ANI (@ANI) February 10, 2018
এদিন সকাল থেকেই দফায় দফায় জম্মু ও কাশ্মীর বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। অধ্যক্ষ কবিন্দর গুপ্তা বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সাঁঝওয়ানে জঙ্গি হামলার পিছনে রোহিঙ্গাদের উপস্থিতি অন্যতম বড় কারণ। যা নিয়ে বিপক্ষ তুমুল সমালোচনায় ফেটে পড়ে। তারপরই বিজেপি বিধয়াকদের স্লোগানের পর পাল্টা একা স্লোগান দেন আকবর লোন।