জম্মু ও কাশ্মীরের সাঝোঁয়ানে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় শহিদ হলেন দুই জওয়ান। এদিন ভোরে ৫টা নাগাদ আচমকা হামলা করে কয়েকজন জঙ্গি। সেই ঘটনার জেরে ফের একবার কাশ্মীরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

যে দুজন জওয়ান শহিদ হয়েছেন তাদের নাম হল মহম্মদ আশরাফ মীর ও মদন লাল। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন যার মধ্যে একটি মেয়েও রয়েছে বলে জানানো হয়েছে।
বেলা বাড়তেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলতে চলতেই অন্যদিক থেকে বায়ুসেনার মদতে প্য়ারা কম্যান্ডোদের হেলিকপ্টারে চাপিয়ে সরসাওয়া থেকে সাঝোঁয়ানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।
#JammuAndKashmir : Security heightened in Udhampur after the terrorist attack on Sunjwan Army camp in Jammu. pic.twitter.com/srHDLePTpZ
— ANI (@ANI) February 10, 2018
সূত্রের খবর, মোট তিন-চারজন জঙ্গি এদিন ভোরে হামলা চালিয়েছে। এদিনের হামলার পরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সেনা সূত্রে খবর, ২০১৬ সালের সেপ্টেম্বরে উরির সেনা ছাউনিতে যেভাবে ভোররাতে জঙ্গিরা হামলা চালিয়েছিল, সেই ধাঁচেই হামলা চালানো হয়েছে।