কর্নাটকে রাহুলের প্রচারে গুজরাত! দুর্নীতি ইস্যুতে তোপ মোদীকে, আর কী বললেন

  • Written By: Dibyendu
Subscribe to Oneindia News

দুর্নীতি নিয়ে ফের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। কর্নাটকের বেল্লারির হোসাপেটে রাহুল রাফায়েল চুক্তি নিয়ে আক্রমণ করেন মোদীকে। পাশাপাশি তাঁর ভাষণে উঠে এসেছে বেকারি, জিএসটি এবং নোট বাতিলের প্রসঙ্গও।

কর্নাটকে রাহুলের প্রচারে গুজরাত! দুর্নীতি ইস্যুতে তোপ

সমাবেশে দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন রাহুল গান্ধী। রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়ের তথ্য প্রকাশের দাবি করেন রাহুল। বিজেপি শাসনে এটাই বড় দুর্নীতি বলে অভিযোগ করেন রাহুল। তিনি বলেন, ইউপিএ আমলে রাফায়েল চুক্তি হয়েছিল সরকারের অধীনস্ত বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে রেখে। কিন্তু মোদী সরকার হ্যালকে বাদ দিয়ে, তাঁর শিল্পপতি বন্ধুদের হাতে বিষয়টি তুলে দিয়েছেন। একইসঙ্গে রাহুলের অভিযোগ, কর্নাটকের পূর্বতন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা দুর্নীতির রেকর্ড ভেঙেছিলেন।

বেল্লারিতে রাহুল বলেন, গুজরাতে ভোটের প্রচারের দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সারা দেশে প্রচারে বলেন, গুজরাতের পরিবর্তন হয়েছে। যা সর্বৈব মিথ্যা। কিন্তু কৃষক, দোকানি কিংবা শ্রমিকের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। দাবি করেছেন রাহুল গান্ধী।

বেকারি ইস্যুতেও মোদা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। তিনি বলেন, দেশের কাছে অন্যতম চ্যালেঞ্জ হল বাকিরা। দলিতদের বিরুদ্ধে আক্রমণের ঘটনাও বাড়ছে। কিন্তু সংসদে ভাষণে বিষয়গুলি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি মোদী।

মোদী সরকার দু কোটি যুবকের চাকরির প্রতিশ্রুতি রাখতে পারেননি বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী। দিনে ৪৫০ যুবকের চাকরির বন্দোবস্ত হয়। প্রধানমন্ত্রী মোদী নিজে কর্নাটকের চাকরির সুযোগ তৈরির প্রশংসা করেছেন বলে জানান রাহুল।

বিজেপির সরকারের সময়ে অঞ্চলে বঞ্চনার অভিযোগ করেন রাহুল। তিনি বলেন, ইউপিএ আমলে হায়দরাবাদ-কর্নাটক অঞ্চলের বিশেষ সুবিধা প্রাপ্তর মর্যাদা দেওয়া হয়েছিল।

দেশের ভবিষ্যত নিয়ে প্রধানমন্ত্রী মোদী একটি কথাও বলেননি বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংসদে একঘণ্টার বেশি সময়ের ভাষণে যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সাহায্যের কথা মোদী মুখে উঠে আসেনি বলে অভিযোগ করেন রাহুল। দেশে অতীতে কংগ্রেস শাসন নিয়ে তিনি অভিযোগ করে যান। রাহুল বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশের ভবিষ্যত নিয়ে শুনতে চান, অতীত নিয়ে নয়।

এদিন রাহুল গান্ধী কোপ্পালের হুলিগেম্মা মন্দিরে যান।

গত ডিসেম্বরে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথমবারের জন্য কর্নাটক সফরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চারদিনের সফরে শনিবার তিনি কর্নাটক গিয়েছেন। বেল্লারিতে দলীয় সমাবেশে রাহুল গান্ধী বলেন, পরিবারের সঙ্গে বেল্লারি সম্পর্ক রয়েছে। যখন প্রয়োজন ছিল সনিয়া গান্ধীর পিছনে বেল্লারির মানুষ দাঁড়িয়েছিলেন বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। সেকথা তিনি ভুলতে পারবেন না বলে উল্লেখ করেন রাহুল। প্রসঙ্গত ১৯৯৯ সালের সাধারণ নির্বাচনে বিজেপি নেত্রী সুষমা স্বরাজকে হারিয়েছিলেন সনিয়া।

English summary
Rahul Gandhi critises PM Modi on his first visit in karnataka after he made President of congress

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.