উরি সেনা ক্যাম্পে হামলার মতো করেই ৪ জঙ্গি মিলে এদিন ভোরে জম্মুর সাঁঝোয়ানে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। ঘটনায় দুজন সেনা শহিদ হয়েছেন। আহত হয়েছেন মহিলা শিশু সহ বেশ কয়েকজন। দশ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও এনকাউন্টার চলছে।

সেনা গোটা এলাকা ঘিরে ফেলেছে। জম্মু ও কাশ্মীরের লাইট ইনফ্যান্ট্রির ৩৬ নম্বর ব্রিগেডে ক্যাম্পটি রয়েছে। হামলার খবর পেয়েই সেনার বিশেষ ফোর্স, এসওজি ঘটনাস্থলে পৌঁছয়। এমনকী বায়ুসেনার কম্যান্ডোদের উড়িয়ে আনা হয়েছে।
হামলা চালাতে চালাতে জঙ্গিরা সেনাদের থাকার কোয়ার্টারে ঢুকে পড়েছে। যার ফলে জঙ্গিদের একটি জায়গায় সীমাবদ্ধ করা গেলেও সাধারণ মানুষের এলাকা হওয়ায় সেনা বড় কোনও হামলা করতে পারছে না। খুব সাবধানে সেনাকে পা ফেলতে হচ্ছে।
I don't feel it is fit to comment on it since the operation is still underway. But be assured that our forces & jawans are doing their duty, vo aap logon ka mastak jhukne nahi denge: Home Minister Rajnath Singh on #SunjwanAttack pic.twitter.com/60oOnkbXh0
— ANI (@ANI) February 10, 2018
জঙ্গি হামলা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এখনও অপারেশন চলছে। এখুনি তা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলতে পারি, আমাদের সেনা ও নিরাপত্তারক্ষীরা তাদের দায়িত্ব পালন করছেন। দেশের মাথা তাঁরা ঝুঁকতে দেবেন না।
এদিনের জঙ্গি হামলার ঘটনায় আহত কর্নেল রোহিত সোলাঙ্কি, হাবিলদার আবদুল হামিদ, ল্যান্সনায়েক বাহাদুর সিং ও সুবেদার মদন লালের মেয়ে নেহা আহত হয়েছে। তাদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে জম্মুর হাসপাতালে বদলি করা হয়েছে।