হোম»রাজনীতি
রায়ে আমার প্রতি অবিচার করা হয়েছে
আইনজীবীদের খালেদা জিয়া
ইত্তেফাক রিপোর্ট০৯ ফেব্রুয়ারী, ২০১৮ ইং ০৮:৩২ মিঃ
রায়ে আমার প্রতি অবিচার করা হয়েছে
ফাইল ছবি
রায় ঘোষণার সময় কাঠগড়ার সামনে রাখা চেয়ারে বসেছিলেন খালেদা জিয়া। পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের রায় শুনে একবার তাকালেন বিচারকের দিকে। এরপরই তার চারপাশে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রায় ঘোষণার পর কয়েকজন আইনজীবী যান খালেদা জিয়ার কাছে। তাদের সঙ্গে কথা হয় খালেদা জিয়ার।
 
আইনজীবীদের খালেদা জিয়া বলেছেন, এই রায়ে তার প্রতি অন্যায় ও অবিচার করা হয়েছে। এই অন্যায় অবিচারের জবাব দেবে দেশবাসী। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 
তিনি আইনজীবীদের আরো বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই পরিপ্রেক্ষিতে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য তাদেরকে তিনি নির্দেশ দেন। খালেদা জিয়ার এই বক্তব্যের বিষয়টি ইত্তেফাককে জানান বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
 
এদিকে রায়ের পর খালেদা জিয়ার আরেক আইনজীবী আব্দুর রেজ্জাক খান বলেন, এটি একটি বড় রায়। রায়ের সার্টিফায়েড কপি পেতে দেরি হতে পারে। এজন্য আমরা রায়ের ফটোকপি সত্যায়িত করে দিতে বলেছি। যাতে ওই কপি দিয়ে আপিল করা যায়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ
এই পাতার আরো খবর -