কর্নাটকের প্রচারে 'গুজরাত পদ্ধতি' অবলম্বন! ১০ ফেব্রুয়ারি প্রচার শুরু রাহুলের

  • Posted By: Dibyendu
Subscribe to Oneindia News

কর্নাটকের ভোট প্রচারেও গুজরাতের মতোই পদ্ধতি অবলম্বন করতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভোট প্রচারের মাঝে মন্দির, দরগাতেও যাবেন তিনি।

কর্নাটকের প্রচারে 'গুজরাত পদ্ধতি' অবলম্বন! ১০ ফেব্রুয়ারি প্রচার শুরু রাহুলের

ফেব্রুয়ারির ১০ থেকে ১৩-র মধ্যে উত্তর কর্নাটকের বিভিন্ন জায়গায় প্রচার করবেন রাহুল গান্ধী। সূত্রের খবর অনুযায়ী, একটি মন্দির ছাড়াও, দুটি লিঙ্গায়েত মঠ এবং একটি দরগায় যাওয়ার কথা রয়েছে কংগ্রেস সভাপতির।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রচার লিঙ্গায়েত কেন্দ্রিক হতে চলেছে। লিঙ্গায়েত শ্রেণির ভোটকে এবার টার্গেট করেছে কংগ্রেস। সেই জন্যই উত্তর কর্নাটক দিয়েই প্রচার শুরু করছেন কংগ্রেস সভাপতি।

প্রথম দফার কর্নাটক সফরের রাহুল প্রথমেই যাবেন, কোপ্পাল জেলার হুলিগাম্মা মন্দিরে। এরপরেই তিনি যাবেন, গাভিসিদ্দাপ্পা মঠে। এরপর কংগ্রেস সভাপতির যাওয়ার কথা রয়েছে গুলবর্গার খাওয়াজা বন্দে নাওয়াজ দরগায়। বিদারের অনুভব মন্তাপায় যাওয়ার আগে দরগায় যাবেন রাহুল।

অনেকেই বলছেন রাহুল গান্ধী নরম হিন্দুত্বের পথে চলেছেন। যদিও কংগ্রেস তা অস্বীকার করেছে। তাদের মতে এটা নরম হিন্দুত্ব নয়। এটা অন্তর্ভুক্ত হিন্দুত্ব।

English summary
Rahul Gandhi Starts his campaign in Karnataka from 10th February

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.