সুর্পনখা ইস্যুতে বিতর্কিত ভিডিও শেয়ার বিজেপির, তোলপাড় দিল্লির রাজনীতি

  • Posted By:
Subscribe to Oneindia News

বুধবার সংসদে ভাষণ দিয়ে নানা ইস্যুতে বিরোধী কংগ্রেসকে চূড়ান্ত আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে ইতিমধ্যে সংসদের বাইরে ও ভিতরে শোরগোল অব্যাহত। তার মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীকে নিয়ে বিতর্কিত পোস্ট করে বিতর্ক বাঁধিয়েছেন।

সুর্পনখা ইস্যুতে বিতর্কিত ভিডিও শেয়ার বিজেপির

সংসদে বুধবার মোদী ভাষণের সময় দাবি করেন, অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময়ে আধার কার্ডের ধারণা সামনে আসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে অট্টহাস্যে ফেটে পড়েন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।

পরে মোদী নিজে রেণুকার হাসি প্রসঙ্গে বলেন, আশির দশকে রামায়ণ ধারাবাহিকে শেষবার এই হাসি তিনি শুনেছিলেন। তারপরে এদিন শুনলেন। সেখানেও মোদী মুখে না বলে লঙ্কার রাজা রাবণের বোন সুর্পনখার সঙ্গে রেণুকার হাসির তুলনা করেন।

আর এদিন কিরেণ রিজিজু একটি ভিডিও পোস্ট করেন সেই সুর্পনখার নাক কাটার দৃশ্যের। যা সামনে আসার পরই হইচই শুরু হয়েছে। রেণুকা চৌধুরী এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি সংসদে প্রিভিলেজ মোশন আনবেন বলেছেন। কিরেণ রিজিজুর শেয়ার করা ভিডিও নিয়েই তিনি মূলত সরব হয়েছেন।

এদিকে কংগ্রেসের বীরাপ্পা মৌলি বলেছেন, অনেক মহিলা বিজেপি মন্ত্রী ও নেত্রী রেণুকা চৌধুরীকে নিয়ে করা প্রধানমন্ত্রীর বক্তব্যকে সঠিক বলেছেন। তবে তাদের মনে রাখতে হবে এটা একজন মহিলাকে অপমান করা হয়েছে। এবং তাঁদের প্রধানমন্ত্রীর দাসের মতো আচরণ করা মানায় না।

English summary
Kiren Rijiju shares 'Surpanakha' video on Renuka Chowdhury

Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.