খুলনার পাইকগাছায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ছেলে আকাশ দেবনাথ (১৭) গুরুতর আহত হলেও মা চায়না দেবনাথ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় পৌর সদরের তেলপাম্প সংলগ্ন এলাকায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ড বাতিখালী গ্রামের নিতাই দেবনাথের স্ত্রী চায়না দেবনাথ ঘটনার দিন ছেলের সাথে মটরসাইকেল যোগে বোনের ছেলের আশির্বাদে রাড়ুলী যাচ্ছিলেন। পথিমধ্যে তেলপাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে ভ্যানের সাথে ধাক্কা লেগে মা-ছেলে মটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিত্সকরা মা চায়নাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকার জানান, দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে প্রচুর রক্ত ক্ষরণ হয়। এতে চায়না দেবনাথের মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম