হোম»সারাদেশ
সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস জব্দ
খুলনা অফিস০৬ ফেব্রুয়ারী, ২০১৮ ইং ১৩:২২ মিঃ
সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস জব্দ
সুন্দরবন থেকে জবাই করা হরিণের ২৫ কেজি মাংস ও একটি মাথা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট দাকোপ উপজেলার নলিয়ানের সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ওই স্থান থেকে জবাইকৃত হরিণের ২৫ কেজি মাংস এবং একটি মাথা জব্দ করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ও মাথা শিবসা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
 
উল্লেখ্য, এর আগে গত ২ ফেব্রুয়ারি সুন্দরবনের কালাবগি খালে অভিযান চালিয়ে একটি হরিণের মাথা ও দুটি চামড়া জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্র পালিয়ে যায়।
 
ইত্তেফাক/এসএস
এই পাতার আরো খবর -