হোম»জাতীয়
আইনের শাসন সূচকে বাংলাদেশ ১০২তম
ইত্তেফাক ডেস্ক০৫ ফেব্রুয়ারী, ২০১৮ ইং ০৯:০৫ মিঃ
আইনের শাসন সূচকে বাংলাদেশ ১০২তম
 
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) এর আইনের শাসন সূচক ২০১৭-২০১৮ তে ১১৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০২তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৩তম। সম্প্রতি প্রকাশ করা সূচকে দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চার নম্বরে। সামগ্রিক তালিকায় ১০২ নম্বরে থাকলেও নিম্ন মধ্য আয়ের ৩০ দেশের মধ্যে বাংলাদেশের স্থান ২৪।
 
বিশ্বের ১১৩টি দেশের ১ লাখ ১০ হাজার পরিবার এবং ৩ হাজারেরও বেশি বিশেষজ্ঞের ওপর চালানো জরিপের ভিত্তিতে এই সূচক নির্ণয় করা হয়েছে। এতে মোট ৪৪টি উপাদানের মধ্যে বিশেষ করে আটটি প্রাথমিক উপাদানের ওপর জোর দেওয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিয়মিত বাহিনী, দেওয়ানি বিচার ব্যবস্থা ও ফৌজদারি বিচার ব্যবস্থা। এবারের সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক। এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে ও ফিনল্যান্ড। আর সবার নিচে ১১৩তম স্থানে রয়েছে আফগানিস্তান।
 
ইত্তেফাক/এএম
এই পাতার আরো খবর -