মুম্বই: ভিরার থেকে মাউন্ট মাউনগানুইতে বিশ্বকাপ জয়! আমচি মুম্বই থেকে বিশ্বসেরা হয়ে ওঠার কাহিনী৷ দেশে পা-রেখেই আবেগে ভাসলেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷
আরও পড়ুন: আইপিএল নিলাম নিয়ে চিন্তিত ছিলেন বিশ্বজয়ী কোচ
সোমবার দেশে ফিরে কোচ রাহুল দ্রাবিড়কে পাশে নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকে শুরুর লড়াইয়ের দিন গুলির কথা জানান বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী শ৷ তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ী অধিনায়ক হওয়ার অনুভূতি প্রকাশ করার মত শব্দ আমার কাছে নেই৷ তবে এই পথটা মোটেই সহজ ছিল না৷ ভিরার থেকে আমার পথ চলা শুরু হয়েছিল৷ আমার এই সাফল্যের পিছনে বাবার অবদান অপরিসীম৷ প্রতিদিন আমাকে নিয়ে ট্রেনে করে প্র্যাকটিস করাতে আসতেন৷ যা বাড়ি ভিরার থেকে অনেকটাই দূর৷ ভিড় ট্রেনে করে ঘণ্টা দুয়েক জার্নি করা সহজ ছিল না৷ তার পর ঘণ্টা তিনেক অনুশীলন করতাম৷’
মুম্বইয়ের কাছে পলগর জেলার একটি শহর ভিরার৷ সেখান থেকে প্রথম স্কুল ক্রিকেটে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়ে সাড়া ফেলে দেওয়া৷ তার পর অনূর্ধ্ব-১৯ অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দেওয়া৷ পৃথ্বী বলেন,‘৭-৮ বছর থেকে স্কুল ক্রিকেট খেলছি৷ নিয়মিত রান করতাম৷ স্কুলের কোচ থেকে রাহুল দ্রাবিড় স্যারের কাছে শেখার অভিজ্ঞতা দারুণ৷’
আরও পড়ুন: দূরে থেকেও অনুষ্কাকে কাছে পেলেন বিরাট
সেমিফাইনাল পাকিস্তান ও ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ‘বয়েজ ইন ব্লু’৷ টুর্নামেন্টে কোনও ম্যাচ হারেনি পৃথ্বীর নেতৃত্বাধীন ভারতীয় দল৷ মহম্মদ কাইফ(২০০০), বিরাট কোহলি(২০০৮), উন্মুক্ত চাঁদের(২০১২) পর ভিরারের এই অাঠারো বছরের তরুণের হাত ধরে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত৷
আরও পড়ুন: মার্ক দ্য ক্যালেন্ডার, আসছে কপিলের বায়োপিক