ভোপাল: বিয়ের ৪ দিন আগেই পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে গিয়েছিল দুই দুষ্কৃতী৷ রবিবার পুরুষাঙ্গবিহীন ওই যুবকের সঙ্গে বিয়েও বাতিল করে দিল হবু-স্ত্রী৷ আগামী মঙ্গলবার এই বিয়ের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল৷

মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা ২৫ বছরের ওই যুবক৷ গত সপ্তাহের বৃহস্পতিবার বাড়ির বাইরে শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি৷ সেই সময় দু’জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি হঠাৎ তার উপর চড়াও হয়৷ কেটে নেয় তাঁর পুরুষাঙ্গ৷ তারপর সেটি সঙ্গে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা৷ যার ফলে সার্জারি করে সেই অঙ্গ পুনরায় শরীরের সঙ্গে জুড়ে দেওয়ার সম্ভাবনাও হারিয়ে যায়৷

আক্রান্ত যুবকের কাকা বলেন, ‘আক্রমণের পরেই বিয়েতে না করে দেয় মেয়েটি৷ আমরা সবাই এটার জন্য প্রস্তুতও ছিলাম৷ কিন্তু কেন এই আক্রমণ করা হল তা নিয়ে আমরা এখনও ধন্দে আছি৷’ আহত যুবকের মন্তব্যের ভিত্তিতে দু’জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ (সইচ্ছায় বিপদজনক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের চেষ্টা)-ধারায় মামলা রুজু করা হয়েছে৷

- Advertisement -