হোম»সারাদেশ
রাজশাহীতে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা০৫ ফেব্রুয়ারী, ২০১৮ ইং ১০:৩২ মিঃ
রাজশাহীতে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
 
রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তারাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, পুঠিয়া বাজারের কাবিল হোসেনের ছেলে রাকিব (১৬) ও উপজেলার তেলিপাড়া গ্রামের মমিন উদ্দীনের ছেলে মোস্তাফিজ (১৬) এবং নিহত মোস্তাফিজের বাবা সেনা সদস্য মমিন উদ্দীন (৪৫)।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বানেশ্বর কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য সেনা সদস্য মমিন উদ্দীন তার ছেলে মোস্তাফিজ ও ছেলের বন্ধু রাকিবকে নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে একটি অজ্ঞাত মোটরযান তাদের পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এএম।
এই পাতার আরো খবর -