হোম»খেলাধুলা
মুমিনুল-লিটনে বাংলাদেশের লড়াই
অনলাইন ডেস্ক০৪ ফেব্রুয়ারী, ২০১৮ ইং ১১:২৮ মিঃ
মুমিনুল-লিটনে বাংলাদেশের লড়াই
প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে থাকার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তাই আজ রবিবার ইনিংস হার এড়ানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আরো অন্তত ১১৯ রানের। পঞ্চম দিনে বাংলাদেশের সেই রান করতে কতটা বেগ পেতে হয় সেই নিয়ে ছিল অনিশ্চয়তা। 
 
তবে মুমিনুল হক ও লিটন দাস প্রথম সেশনে সেই অননিশ্চয়তা অনেকটাই দূর করেন। ইতোমধ্যেই চতুর্থ উইকেটে এই জুটি শত রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। হাফসেঞ্চুরি করেছেন মুমিনুল হক। লিটন দাসও রয়েছেন হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে। 
 
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। 
 
ইত্তেফাক/কেআই
এই পাতার আরো খবর -