হোম»সারাদেশ
গৌরীপুরে যুবলীগের সম্মেলন ফের স্থগিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি০৪ ফেব্রুয়ারী, ২০১৮ ইং ১৮:০৬ মিঃ
গৌরীপুরে যুবলীগের সম্মেলন ফের স্থগিত
 
গৌরীপুর উপজেলা যুবলীগের সম্মেলন রবিবার ফের স্থগিত ঘোষণা করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি সানউল হক সম্মেলন স্থগিত ও আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয়টি জানান।
 
জানা যায়, ময়মনসিংহ জেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে রবিবার উপজেলা যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা যুবলীগের বিবাদমান দুই গ্রুপের উত্তেজনাকে কেন্দ্র করে ত্রিবার্ষিক সম্মেলন ফের স্থগিত করা হয়েছে।
 
গত বছরের ৩০ নভেম্বর গৌরীপুর পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। স্থানীয় যুবলীগের কোন্দলে ইউএনওর বাসাসহ পাঁচটি জায়গায় পেট্রোল বোমা হামলা ও সম্মেলন মঞ্চে অগ্নিসংযোগের ঘটনায় ১৪৪ ধারা জারি করে দেয় স্থানীয় প্রশাসন এবং যুবলীগের সম্মেলন স্থগিত হয়ে যায়।
 
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত বছর যুবলীগের সম্মেলন স্থগিত হয়ে যাওয়ার পর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নতুন তারিখ ঘোষণা করে জেলা যুবলীগ।সম্মেলনের ভেন্যু গৌরীপুরের পরিবর্তে জেলা সদরে করা ও প্রথম অধিবেশন বাদ দিয়ে সরাসরি দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেয়ায় স্থানীয় যুবলীগের একাংশের নেতাকর্মীরা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল।
 
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সম্মেলন বাতিল ও ভেন্যু গৌরীপুরে করার দাবি জানিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটনের নেতৃত্বে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা।
 
ওইদিন রাতে প্রতিবাদ সমাবেশে বক্তরা সম্মেলন দাবি আদায়ের জন্য শনিবার বিকাল ৩টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। পরে যুবলীগের সম্মেলন স্থগিত করা হয়। এদিকে দ্বিতীয় দফায় যুবলীগের সম্মেলন স্থগিত হওয়ায় স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
 
ইত্তেফাক/আরকেজি
এই পাতার আরো খবর -