প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার পর বিদায় নিয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৭৬ রান করেন মুমিনুল। এবার তিনি করলেন ১০৫ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ২৬১ রান।
মুমিনুল আউট হলেও সেঞ্চুরির পথে হাঁটছেন লিটন দাস। তার সঙ্গে যোগ দিয়েছেন এই ম্যাচের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। লিটনের সংগ্রহ এখনো পর্যন্ত ৮৮ রান।
প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে থাকার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। আজ ইনিংস হার এড়ানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আরো অন্তত ১১৯ রানের। পঞ্চম দিনে বাংলাদেশের সেই রান করতে কতটা বেগ পেতে হয় সেই নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চিয়তা দূর করে দলকে লিড এনে দেন দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
ইত্তেফাক/কেআই