স্টাফ রিপোর্টার, কলকাতা: গত বছর কলকাতা বইমেলায় দ্বিতীয় কবিতার বই ‘দিনান্তের ভষা’-র জন্য উড়ালপুল সাহিত্য পুরস্কার পেয়েছিলেন আলিপুরদুয়ারের তরুণ কবি অরুণাভ রাহারায়। এই সম্মান তাঁকে দিয়েছিলেন আমেরিকার অনাবাসী বঙ্গ সন্তানরা। অরুণাভর সঙ্গে একই মঞ্চে পুরস্কার নিয়েছিলেন সর্বভারতীয় স্তরের কবি অশোক বাজপেয়ীও।

এবারের বইমেলায় প্রকাশিত হল অরুণাভর তৃতীয় কবিতার বই ‘খামখেয়ালি পাশবালিশ’। শনিবারের (৩ ফেব্রুয়ারি) জমজমাট বইমেলায় সাড়া ফেলে দেওয়া কবিতার গাড়ির সামনে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। বইটির প্রকাশক ‘ভাষালিপি’ প্রকাশনা। বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে ৫১ নং টেবিলে এই বই পাওয়া যাবে। এছাড়া ভাষনগর কবিতার গাড়িতেও থাকছে ‘খামখেয়ালি পাশবালিশ’।

২০১৭ সালের মে মাসে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে সম্ভাবনাময় তরুণ কবি হিসেবে অরুণাভ রাহারায় অর্জন করেন সৌমেন বসু পুরস্কার। ইদানীং যে সব তরুণ-তরুণী কবিতা লিখছেন তাঁদের মধ্যে অরুণাভ একটি উজ্জ্বল নাম। আলিপুরদুয়ার থেকে উঠে আসা এই তরুণ কবির নতুন বই প্রকাশে খুশি অনেকেই।

- Advertisement -

ছবি সৌজন্যে: শ্যাম ডিজাইন

- Advertisement -