মুম্বই: আইপিএল নিলামে গত সাত মরশুমের অধিনায়কের দিক থেকে কলকাতা নাইট রাইডার্স মুখ ফিরিয়ে থাকার পর সোশ্যাল মিডিয়ায় আবেগমথিত বার্তা দিয়েছিলেন গৌতম গম্ভীর৷ শেষমেশ দিল্লি ডেয়ারডেভিলস উদ্ধার করে ঘরের ছেলেকে৷
আরও পড়ুন: কলকাতা ছেড়ে এবার দিল্লির নেতৃত্বে গম্ভীর
নিলামপর্ব শেষে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর গম্ভীরকে দলে না রাখার কারণ সবিস্তারে জানালেও টিম মালিক শাহরুখ খান এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন ক্যাপ্টেনকে ছেঁটে ফেলা প্রসঙ্গে৷ এতদিনে গম্ভীরকে নিয়ে মুখ খুললেন এসআরকে৷
আরও পড়ুন: নিলাম শেষে নেতার খোঁজে নাইটরা
সোস্যাল মিডিয়ায় আলাপচারিতায় এক অনুরাগীর প্রশ্নের উত্তরে কিং খান গম্ভীরকে নিয়ে তাঁর মনোভাব প্রকাশ করেন৷ তবে খুব বেশি শব্দ খরচ করেননি বলিউডের বাদশা৷ মাত্র তিনটি শব্দেই কাজ সারেন তিনি৷ টু্ইটারে শাহরুখ লেখেন, ‘উইল মিস হিম’৷
আরও পড়ুন: ভাজ্জির জন্য আক্ষেপ মুম্বই মালকিনের
ওকে মিস করব বলেই দায় সারা নাইট মালিক বুঝিয়ে দেন যে, ফিল্মি দুনিয়া নিয়ে তাঁর যতই আবেগ থাকুক না কেন, কেকেআরের দল গড়ার ক্ষেত্রে আদ্যন্ত পেশাদার তিনি৷ সেখানে আবেগের কোনও জায়গা নেই৷ চ্যাম্পিয়ন হতে গেলে দল গড়া নিয়ে আপোস করা উচিত নয় বলেই মনে হয়েছে কেকেআর ফ্র্যাঞ্চাইজির৷