লন্ডন: ৯৩-র মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমের সম্পত্তির খোঁজ মিলল৷ ব্রিটেনে বেশ কিছু সংস্থার মালিকানা রয়েছে তার নামে৷ এছাড়াও ব্রিটেনেই কুখ্যাত ডনের নামেই সরাসরি বেশ কিছু সম্পত্তি রয়েছে৷ জাতীয় স্তরের সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে৷

তবে, শুধু ব্রিটেনেই নয়- সৌদি আরব, স্পেন, মরক্কো, তুরস্ক, সাইপ্রাস এবং অস্ট্রেলিয়াসহ ভারতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দাউদের সম্পত্তি৷ রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে৷

জানা যাচ্ছে, দাউদের নামে থাকা  ব্রিটেনে সম্পত্তির তালিকার মধ্যে রয়েছে হোটেল, প্রাসাদ, টাওয়ার ব্লক এবং বিলাসবহুল বাড়ি৷ মহম্মদ ইকবাল মির্চি মেমন ছদ্মনামে এই সমস্ত সম্পত্তির মালিকানা ভোগ করছে বলে জানা গিয়েছে৷

- Advertisement -

উল্লেখ্য, তিন মাস আগে ডি কোম্পানির তিন শ্যুটারের বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছিল স্পেশাল সেল৷ সেই সেল জানিয়েছিল, বেশ কয়েকজন পরিচালক এবং লেখককে খুন করার চক্রান্ত করে এই সংস্থা৷ এর প্রধান দাউদ ইব্রাহিম৷ এই ডি কোম্পানি ইন্দো-পাক সীমান্ত দিয়ে ড্রাগ পাচার করে সেগুলি ইউরোপ এবং উত্তর আমেরিকাতে পাচার করা হয়৷

গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, পাকিস্তানের মাটিতেই ছদ্মনামে লুকিয়ে রয়েছে দাউদ৷ মাফিয়া ডনের ডানহাত মহম্মদ ইকবাল৷

- Advertisement -