বারাসত: মধ্যমগ্রামে ঢাকাই গৌতম খুনের ঘটনায় কুরু বোস নামে একজনকে আজ গ্রেফতার করল পুলিশ৷ অভিযোগ, ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে গৌতমকে চিনিয়ে দিয়েছিল কুরু৷
শুক্রবার ফিল্মি কায়দায় ব্যস্ত সময় সেলুনে ঢুকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে পরপর তিনটে গুলি চালিয়ে চম্পট দেয় এক দল দুষ্কৃতী৷ এদিন সকাল ১০টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
গুলিবিদ্ধ ঢাকাই গৌতমকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেলার পদস্থ পুলিশ কর্তারা৷ পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি কার্তুজের খোল উদ্ধার করেছে৷
স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ ব্যক্তির বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে৷ স্বভাবতই, কোনও আর্থিক বেনয়িমের বখরা নিয়ে গোলমালের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান৷ প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সাড়ে ন’টা নাগাদ ওই ব্যক্তি মধ্যমগ্রামের সেলুনে যান৷ কিছুক্ষণ পরে একটি বাইকে করে সেখানে এসে পৌঁছায় দুই যুবক৷ চালক বাইকটিকে স্টার্টে রেখেছিলেন৷ অপর যুবক বাইক থেকে নেমে কেউ বুঝে ওঠার আগেই সেলুনে ঢুকে ওই ব্যক্তিকে ধরে একেবারে সামনে থেকে পর পর তিনটে গুলি করেন৷ ঘটনার জেরে কয়েক মুহূর্তের জন্য প্রত্যক্ষদর্শীরা হতভম্ব হয়ে গিয়েছিলেন৷ সেই সুযোগেই বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা৷