কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণের সময় বিরোধী দলগুলির তোলা রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

বিধানসভায় দাঁড়িয়ে এদিন তিনি বলেন, ‘‘আঙুর ফল টক লাগছে তাই না? মুখ নাড়ছেন কী করে? গতবছর এক লক্ষ শিক্ষক নিয়োগ করেছি৷ রাজ্যে ৮১ লাখ কর্মসংস্থান হয়েছে গিয়েছে৷ চোখে দেখতে পারছেন না? আবার বড়বড় কথা বলছেন৷ কেন্দ্র বলছে, স্বাস্থ্য বিমা করছে৷ আমরা তো সবটাই ফ্রি করে দিয়েছি৷ কলকাতায় হবে সিলিকন ভ্যালি এশিয়া৷’’

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘‘সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৩৭১৬.২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ ৩৫৫১.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এগুলি চোখে দেখতে পারছেন না৷ ছাত্রীদের বার্ষিক বৃত্তি ৭০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে৷ ছাত্রীদের বার্ষিক বৃত্তি বাড়ানো হয়েছে৷ কন্যাশ্রীদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে৷ দেখোও দেখছেন না কি?’’

- Advertisement -

এদিন তিনি আরও বলেন, ‘‘পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে, ১৮ বছরের পর মেয়ের বিয়ে দিলে সেই পরিবার এককালীন ২৫ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে৷ এর ফলে ৬ লক্ষ পরিবার রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন৷ এই ধরণের বহু কাজ করে চলেছে৷ সাধ্যমত সব করছি৷ কিন্তু, আপনারা (বিরোধীরা) বড় বড় কথা বলছেন৷’’

- Advertisement -