কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণের সময় বিরোধী দলগুলির তোলা রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
বিধানসভায় দাঁড়িয়ে এদিন তিনি বলেন, ‘‘আঙুর ফল টক লাগছে তাই না? মুখ নাড়ছেন কী করে? গতবছর এক লক্ষ শিক্ষক নিয়োগ করেছি৷ রাজ্যে ৮১ লাখ কর্মসংস্থান হয়েছে গিয়েছে৷ চোখে দেখতে পারছেন না? আবার বড়বড় কথা বলছেন৷ কেন্দ্র বলছে, স্বাস্থ্য বিমা করছে৷ আমরা তো সবটাই ফ্রি করে দিয়েছি৷ কলকাতায় হবে সিলিকন ভ্যালি এশিয়া৷’’
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘‘সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৩৭১৬.২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ ৩৫৫১.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এগুলি চোখে দেখতে পারছেন না৷ ছাত্রীদের বার্ষিক বৃত্তি ৭০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে৷ ছাত্রীদের বার্ষিক বৃত্তি বাড়ানো হয়েছে৷ কন্যাশ্রীদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে৷ দেখোও দেখছেন না কি?’’
এদিন তিনি আরও বলেন, ‘‘পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে, ১৮ বছরের পর মেয়ের বিয়ে দিলে সেই পরিবার এককালীন ২৫ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে৷ এর ফলে ৬ লক্ষ পরিবার রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন৷ এই ধরণের বহু কাজ করে চলেছে৷ সাধ্যমত সব করছি৷ কিন্তু, আপনারা (বিরোধীরা) বড় বড় কথা বলছেন৷’’