হোম»সারাদেশ
গাজীপুর মহানগর শিবিরের সভাপতিসহ ৮ আটক
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা০১ ফেব্রুয়ারী, ২০১৮ ইং ১৭:৪১ মিঃ
গাজীপুর মহানগর শিবিরের সভাপতিসহ ৮ আটক
 
গাজীপুর মহানগর শিবির সভাপতি ও সেক্রেটারিসহ আটজনকে বুধবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সাঁথিয়া উপজেলা থেকে তাদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল।
 
তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলেও বর্তমানে তারা গাজীপুর মহানগর ছাত্র শিবিরের শীর্ষ নেতা। তারা হলেন- গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমান (২৮), সেক্রেটারি ফকরুল আলম (২৫), সংস্কৃতি সম্পাদক মো. মেহেদী (২৫), সাহিত্য সম্পাদক জুয়েল রানা (২৬), শিক্ষা বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর (২৮), গাজীপুর মহানগর ছাত্রশিবিরের কলেজ সম্পাদক শহিদুল ইসলাম (২৬) ও অফিস সম্পাদক জহির উদ্দিন (২৭)। আরেকজন হলেন সাঁথিয়া উপজেলার শিবির ক্যাডার কাশীনাথপুর ক্রিসেন্ট হাসপাতালের ম্যানেজার এনামুল হক (২৬)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বুধবার সন্ধ্যায় উপজেলার সাটিয়াকোলা গ্রামের জামায়াত নেতা কাশীনাথপুর ক্রিসেন্ট হাসপাতালের ম্যানেজার রুহুল আমিনের ছেলে শিবির ক্যাডার এনামুলের বাড়ি থেকে আটক করা হয়। তারা ওই বাড়িতে গোপন বৈঠক করছিল। পুলিশের ধারণা বৃহস্পতিবার পাবনার বেড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকুর জনসভায় নাশকতামূলক চালানোর বৈঠক করছিল তারা।
 
বুধবার সন্ধ্যায় তাদের আটক করলেও রাত ৯টার পরে বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম।
 
ইত্তেফাক/আরকেজি
এই পাতার আরো খবর -